গল্পঃ ভালোবাসা এমনও হয় পর্ব (১৯)

 



গল্পঃ ভালোবাসা এমনও হয়

পর্ব (১৯)




ঈশা ইশানের শার্টের কলার ধরে নিয়ে নিজের মুখের সামনে টেনে আনলো


(খাড়ান খাড়ান।।কিস করে নাই😝কথা বলবো কথা।।আমার পাঠক গুলার একটু ও সরম নাই🙈🙈খালি নেগেটিভ ভাবে🙊🙊)


ঈশাঃ আপনাকে ভুলতে পারবো নাহ আমি ইশান।।অনেক দিন পর কাউকে পছন্দ হয়েছে, মনে ধরেছে।।তাকে এইভাবে যেতে দিবো।।ভেবেছিলাম আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো।।কিন্তু নাহ এখন প্লেন চেঞ্জ।।আগে আপনাকে আমার প্রেমে রাঙাবো।।আমার প্রেমের বৃষ্টি তে ভিজিয়ে ঝাঝরা করবো।।তারপর বিয়ে।


ইশানঃ তু


ঈশাঃ শসস।।আমার বলা এখনো শেষ হয়নি।আমি কথা বলার আগে কথা বলবেন নাহ।।ওকে।।আগে আমার কথা শেষ করতে দিন।।আমি জানি আপনার অতীত।। আপনার ডির্বোস হয়ে গেছে।।কিন্তু তাতে আমার বাপের কি।।ডির্বোস নিয়ে আমার কোন প্রবলেম নেই।।তাহলে আপনার এতো সমস্যার দরকার নেই।।আমি রাজি যখন তখন আপনার সমস্যার কথা শুনছিও নাহ।।আর আজকের শাস্তি টা তো দিলাম নাহ।।কি শাস্তি দেয়া যায় বলুন তো


ইশানঃ 🤨🤨🤨


ঈশাঃ পেয়েছি


ইশানঃ ক….


ঈশা ইশানে ঠোঁটের নিচের পার্টে একটা ছোট করে কামড় দিয়ে দিলো।


ঈশাঃ আপাদত এইটাই শাস্তি।। আর আগের পার্টে সবাই ভেবেছিলো কিস করবো।।যফি না করি তাহলে লেখিকালে সবাই পিটাবে😂।।আচ্ছা এখন টাটা।।


ইশান হা করে ঈশার যাওয়ার দিকে তাকিয়ে আছে।ইচ্ছে করছে মেয়েটাকে ঠাটিয়ে একটা চড় বসিয়ে দিতে।।কিন্তু হাত পা যেন কাজ করছে নাহ।।একটু আগে ঘটে যাওয়া ঘটনা গুলো বার বার মনে পড়ছে তার।।আগে এতো মেয়ের সাথে রিলেশন করলেও কখনো কাউকে এইসব করেনি।।আর বিয়ের দিন রাতে নিহার সব সত্যি জানতে পারে।।তাই তার সাথে ও এইসব কিছুই করা হয়নি।।বলতে গেলে কোন মেয়ের এতো কাছে কখনোই আসেনি ইশান।।অদ্ভুত ভালো লাগাও কাজ করছে তার মনে।।একটা কামড়ও বুঝি এতো সুখের হয়।। কিন্তু ইশান সে ভালো লাগা কে বাড়তে দিলো নাহ।।চুপচাপ রাগি চোখে ঈশার যাওয়ার দিকে তাকিয়ে রইলো।


পরেরদিন


নেশা অনেক আগেই অফিসে চলে এসেছে আজ।।কারন আজ অফিসে নাকি এই অফিসের এমডি আসবে।।তাই সবাই তাকে ওয়েলকাম করার জন্য প্রস্তুতি নিচ্ছে।।


একটু পর নীড় এন্ট্রি মারলো।।সবাই তাকে দেখে অবাক হলো কারন আজ তার গেট আপ একটু অন্যরকমই।।বাট কেউ ওতোটা মাথা ঘামালো নাহ।নীড় এসে সোজা এমডির কেবিনে ঢুকে গেল।।সবাই হা করে তাকিয়ে আছে।


একটু পর রবি এসে সবাইকে ডাকলো।


রবিঃ আপনাদের সবাইকে নীড় স্যার তার কেবিনে ডাকছে।


নেশাঃ নীড় স্যার মানে


রবিঃ উনিই সব বলবেন আপনারা সবাই কেবিনে যান।


সবাই গেল।



নীড়ঃ হ্যালো এভরিওয়ান।।আশা করি ভালো আছো।।সবাই হয়তো বুঝতে পারছো নাহ আমি এমডি কিভাবে হলাম তাই তো।।আচ্ছা বুঝিয়ে বলছি।।আমার পুরো নাম নীড় আহমেদ খান।।তোমাদের বস কবির খান আমার বাবা।।এতোদিন আমি একজন স্টাফ সেজে তোমাদের মাঝে ছিলাম কারন আমি দেখতে চেয়েছিলাম আপনারা একজন আরেকজনের সাথে কতোটা কোওপারেট।। আর আপনার কাজ গুলো কতোটা মন দিয়ে করেন।এন্ড আমি অবাক।।সত্যি আপনারা খুব ভালো ভাবেই কাজ গুলো করেছেন।।বাবাই সত্যি বলেছে এই অফিসের মানুষ গুলো খুব হার্ড ওয়ারকিং পার্সোন।।আশা করি সবাই আমার পরিচয় লুকানোর পিছনের কারন গুলো বুঝতে পেরেছেন।।এখন আপনারা আসতে পারুন।।যদি কোন হেল্প লাগে তাহলে আমাকে জানাবেন।ধন্যবাদ।


সবাই একে একে বেরিয়ে গেলো।


সবাই যাওয়ার পর


নীড়ঃ এই রবি নেশা কি করছে দেখে আসো তো গিয়ে।।মিথ্যা বলে তো দিলাম।।আল্লাহ জানে কতোটুকু বিশ্বাস করেছে


রবিঃ আমার মনে হয় নাহ স্যার বিশ্বাস করেছে


নীড়ঃ কেন কেন🤔


রবিঃ স্যার ম্যাডামের মুখ দেখেই মনে হচ্ছিল্ল ম্যাডাম আপনার কথা গুলো কে সন্দেহ করছে।।


নীড়ঃ উফফ কি জ্বালা যদি এখন আমাকে বিশ্বাস না করে তাহলে প্রোপজ টা করবো কিভাবে😣


রবিঃ স্যার আপনি বরং এখন ম্যাডাম কে কিছু বলেন নাহ।।কয়েকদিন ওয়েট করেন ম্যাডামকে ও বিশ্বাস করতে দিন।।তারপর বলিয়েন।


নীড়ঃ তুমি বুঝবে নাহ রবি।।দেড়ি করার সময় নেই আমার কাছে. যতো তাড়াতাড়ি তাকে বলতে পারবো ততো তাড়াতাড়ি আমার শান্তি ।।(মনে মনে)





নেশাঃ আচ্ছা উনি এই অফিসে জয়েন করেছে আমার একদিন পর।।তারমানে এই অফিসে উনার মাত্র দুইদিন হলো।।এই দুইদিনেই উনি সব কিছু বুঝে গেল🤔🤔।।আর তাছাড়াও এই দুইদিনেএ বেশিরভাগ সময়ই তো আমার কেবিনে থেকে আমাকে জ্বালিয়েছে।।তাহলে🤔🤔।।সবার দিকে নজর রাখলো টা কোন সময়।কিছু তো একটা ঘাপলা আছে।।কিন্তু কি হতে পারে।।ধুর যাই হোক তাতে আমার বাপের কি।।




রবিঃ মে আই কাম ইন ম্যাম


নেশাঃ কাম


রবিঃম্যাম আপনাকে নীড় স্যার ডাকছে


নেশাঃ আমাকে?


রবিঃ জি ম্যাম


রবিঃ ওকে তুমি যাও আমি যাচ্ছি।




নেশাঃ মে আই কাম ইন স্যার


নীড়ঃ কাম


নেশাঃ জি স্যার বলুন


নীড়ঃ পরেরবার থেকে রুমে ঢুকার সময় নক করে আসবা নাহ।।


নেশাঃ হ্যা🙄!!!


নীড়ঃ হুম যা বললাম।।আর স্যার বলবা নাহ।।আগে যেমন মি.নীড় বলে ডাকতে তেমনই ডাকবে।

আর পারলে জান বলে ডেকো😍(বিড়বিড় করে)


নেশাঃ কিছু বললেন?


নীড়ঃ নাহ।কিছু বলিনি।।যা বললাম তা যেন মনে থাকে।


নেশাঃ হুম


নীড়ঃ কি ব্যাপার যা বলছি তা চুপচাপ মেনে নিচ্ছে।।কিছু তো একটা প্যাচ আছে(মনে মনে)


নেশাঃ এখন আমি আসি


নীড়ঃ নাহ এখানে বসো।।আর এই ফাইলটা নাও।। কম্পিলিট করো এইটা


নেশাঃ ওকে বাট আমি করে দিচ্ছি


নীড়ঃ এখন করো আর আমার সামনে বসে


নেশাঃ কিন্তু


নীড়ঃ ইটস মাই অর্ডার


নেশাঃ ওকে।।




একটুপর


নেশাঃ স্যার প্লিজ আপনি আপনার চোখ টা সরাবেন আমার ডিস্টার্ব হচ্ছে(বিরক্তি নিয়ে)


নীড়ঃ নাহ সরাবো নাহ।।তোমাকে বলেছি আমাকে স্যার নাহ বলতে তুমি সেই ভুলটা করেছো আর এটা তোমার শাস্তি


নেশাঃ এইভাবে তাকয়ে থাকলে আমি কাজ করতে পারবো নাহ


নীড়ঃ তো কাজ করতে কে বলেছে।।


নেশাঃ 🤨🤨


নীড়ঃ তুমি ও আমার দিকে তাকিয়ে থাকো।।আর আমি তোমার দিকে😍


নেশাঃ কি সব বলছেন আপনি স্যার😕😠


নীড়ঃযা শুনছো।।আর তুমি আবার আমায় স্যার বলেছো।সো এখন তোমাকে আরো একটা শাস্তি দিবো।।তা হলো আমার জন্য গিয়ে একটা কফি নিয়ে আসবে ওকে


নেশাঃ আমি কি আপনার পি.এ নাকি🤨


নীড়ঃ তুমি হতে চাইলে বানাতে পারি🥰


নেশাঃ মানে


নীড়ঃ কিছু নাহ।। যাও নিয়ে আসো।না হলে অন্য শাস্তি


নেশা চুপচাপ নিয়ে আসলো।


নেশাঃ এই নিন কফি


নীড়ঃ এইটা কি তুমি বানিয়েছো


নেশাঃ নাহ ক্যানটিন থেকে নিয়ে এসেছি।।


নীড়ঃ তাহলে এতে যে কিছু মিশানো নেই তার প্রুভ কি

।আমি যদি খেয়ে মরে টরে যাই।।


নেশাঃ সবাই তো ওইখান থেকেই খাচ্ছে কারো কছু হচ্ছে নাহ আর আপনি মরে যাবেন😒


নীড়ঃ হুহ।।যাও তুমি নিজে গিয়ে বানয়ে নিয়ে আসো


নেশাঃ 🤨আমি পারবো নাহ।।আর এতে কিছু মিশানো নেই।।আপনি খেয়ে দেখুন


নীড়ঃ তোমার মুখের কথায় তো হবে নাহ।।প্রমাণ দাও যে এইটা তে কিছু মিশানো নেই


নেশাঃ এখন প্রমাণ কিভাবে দিবো।।প্রমাণ দিতে হলে তো কফিটা আগে টেস্ট করাতে হবে।।এতো কিছু মিশানো আছে কিনা তা জানতে হবে।।


নীড়ঃ হ্যা তাই বেটার।।তুমি বরং টেস্ট করেই দেখ


নেশাঃ আমি কিভাবে টেস্ট করবো🙄


নীড়ঃ কেন মুখ দিয়ে😚


নেশাঃ আমি এই টেস্ট বলিনি।।আমি ক্লিনিক্যালি টেস্ট এর কথা বলেছি😒


নীড়ঃ এতো কিছু করতে করতে আমার কফিই ঠান্ডা হয়ে যাবে।।তারথেকে তুমিই বরং একটু খেয়ে দেখো।যদি তোমার কিছু না হয় তাহলে বুঝবো কফিতে কিছু মিশানো নেই


নেশাঃ কিন্তু


নীড়ঃ তারমানে কফিতে কিছু মিশানো আছে।।তাই তুমি খেতে চাচ্ছো নাহ।।আমি জানতাম।


নেশাঃ উফফ ওয়েট।।(একটু কফি খেয়ে)দেখলেন আমার কিছু হয়নি।।মরে যাইনি আমি বেচে আছি।। এইবার বিশ্বাস হলো তো কফিতে কিছু মিশানো নেই।।


নীড়ঃ হুম দেও এখন খাচ্ছি


নেশাঃ এইটা তো নষ্ট হয়ে গেল।।আমার খাওয়া টা খাবেন নাকি।।আমি আরেকটা নিয়ে আসছি


নীড়ঃ আবার যদি সেটাতে কিছু মিশানো থাকে


নেশাঃ উফফ নিন এইটাই খান।


নীড়ঃ 😁😎


নীড়ঃ উফফ নেশা।।কফিটা এতো মিষ্টি কেন লাগছে🥰


নেশাঃ এইটা ব্লাক কফি আর আপনি বলছেন মিষ্টি লাগছে🙄


নীড়ঃ তো তোমার কি মনে হয় আমি মিথ্যা বলছি😒।।মিষ্টি হলে তো মিষ্টিই বলবো তাই নাহ


নেশাঃ কিন্তু আমি যখন খেলাম তখন তো মিষ্টি ছিলো নাহ🙄


নীড়ঃ তো আমি খাওয়ার সময় মিষ্টি হলো কিভাবে


নেশাঃ আমি কি জানি


নীড়ঃ বুঝছি তুমি খেয়েছো তো তাই মিষ্টি হয়ে গেছে😍


নেশাঃ আ……..





চলবে🙊

Comments

Popular posts from this blog

ভালোবাসা এমনও হয় পর্ব ( 01)

ভালোবাসা এমনও হয় পর্ব (03)