ভালোবাসা এমনও হয় পর্ব ( 01)
গল্পঃ ভালোবাসা এমনও হয় পর্ব (০১) ইশানঃকাপড় খোল নেশাঃ মানে কি ইশানঃ বলেছি কাপড় খোলতে।চুপচাপ খোল।।না হলে তোকে নিয়ে আমিই কোথাও যাবো নাহ।।এই শাড়ি, হিজাব পড়ে কেউ পার্টিতে যায়।।ভুত একটা। নেশাঃ কিন্তু সবাই তো বললো আমায় সুন্দর লাগছে😟 ইশানঃ উফফ তুই কি খুলবি নাকি আমি একাই চলে যাবো।।পরে আবার খালামনির কাছে বিচার দিতে পারবি নাহ।। নেশাঃ কিন্তু শাড়ি না পড়লে পরবো কি আমার কাছে তো শাড়ি ছাড়া ভালো ড্রেস বলতে থ্রি পিস আছে।।তুমি তো থ্রি পিস পড়তে না করলা ইশানঃ উফফ কি জালা। আয়ানকে ও বলি হারি।।এই মেয়েকে দাওয়াত না দিলে যেন ওর বার্থডেই পালন হতো নাহ। ইশানঃ থাক আর পাল্টাতে হবে নাহ এইটা পড়েই চল।।আর শোন।পার্টিতে গিয়ে আমার সাথে একদম মিশবি নাহ।।আমার সাথে কথাও বলবি নাহ।।তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়।।দুইজন দুইজনকে চিনি নাহ ওকে। নেশাঃ কিন্তু আমি তো তোকে চিনি🙄 (ভালোবাসা এমনও হয় ) ইশানঃ উফফ এই মেয়ে বলেছি চিনি নাহ মানে চিনি নাহ ঠিকাছে।।আর এই ধর টাকা।।ঠিকানা তো জানসই একা একা পৌছে যাবি।।আমি তোর সাথে যাবো নাহ।।তোর সাথে গেলে আমার মান সম্মান থাকনে নাহ।তুই তোর মতো চলে যা।। ইশান চলে যেতে নিলো।। আব...
Comments
Post a Comment