গল্পঃ ভালোবাসা এমনও হয় পর্ব (২৭)




 গল্পঃ ভালোবাসা এমনও হয়

পর্ব (২৭)



নেশাঃ কিসব বলছো তুমি।।তোমার বিয়ের সাথে আমার বিয়ের সম্পর্ক কি


ইশানঃ অবশ্যই আছে।।তুই বিয়ে না করলে আমি ও করবো নাহ


নেশাঃ কিন্তু কেন???


ইশানঃ আমার ইচ্ছা।।


নেশাঃ কিন্তু আমি এখন বিয়ে করতে চাই নাহ


ইশানঃ তোকে জোর করছে কে।।তুই না করলে আমিও করবো নাহ।।যখন তোর মন চাইবে তখন আমিও করবো।। সিম্পল


নেশাঃ নাহ এটা সিম্পল নাহ।।তুমি তো ঈশাকে বলেছো যে বিয়ে করবে


ইশানঃ হুম বলেছি।।আর আমি বিয়ে করবো ও।। বাট যখন তুই করবি।।খুব মজা হবে তাই নাহ যখন একসাথে একবাড়িতে দুই নিয়ে।।আহা আমার ভাবতেই কি আনন্দ লাগছে


নেশাঃ বাট আমি বিয়ে করতে পারবো নাহ


ইশানঃ তাহলে আমিও করবো নাহ 😇


নেশাঃ 🙁🙁


ইশানঃ আচ্ছা এই ব্যাপারে আমি এখন আর কিছু বলতে চাই নাহ।।তুই যখন রাজি নাহ তখন আমিও রাজি নাহ।।মামনি আর খালামনিকে বলে দিস কেমন।।ওকে নাও টাটা।।


ইশান বেরিয়ে গেল।।


নেশাঃ আমি বিয়ে করবো নাহ মানে নাহ।।তুমি যাই করো নাহ কেন বিয়ে আমি করবো নাহ।।




ইশানঃ দেখ নীড় আমি যা বলছি সেটাই করতে হবে।।নাহলে কখনো তুমি নেশাকে নিজের করে পাবে নাহ।


নীড়ঃ কিন্তু এইভাবে জোর করে বিয়ে করা টা ঠিক হবে।।ও তো মন থেকে কখনোই আমাকে ভালোবাসে না।ও তো তো……🙁


ইশানঃ থেমে গেলে কেন?হ্যা আমি জানি নীড় নেশা আমাকে পছন্দ করে।।আর সেই জন্য নেশা কখনোই অন্যকাউকে বিয়ে করতে রাজি হবে নাহ। সো এইটাই চান্স নেশাকে বিয়ের জন্য রাজি করার।।আর আমার তোমার উপর বিশ্বাস আছে।।তুমি নেশার মন ঠিক জয় করতে পারবে


নীড়ঃ কিন্তু


ইশানঃ কোন কিন্তু নাহ।।নেশাকে ভালো যখন বাসো তাহলে এটা তোমায় করতেই হবে।।আচ্ছা এটা ছাড়া কি তোমার আত কোন প্লেন আছে


নীড়ঃ নাহ


ইশানঃ তাহলে আমি যা বলছি তাই করো


নীড়ঃ ওকে বাট ঈশা?


ইশানঃ ও সব জানে।।এতোক্ষণে হয়তো কাজকরেও ফেলেছে।


নীড়ঃ মানে!!!


ইশানঃ 😁😁





নেশাঃহ্যালো।। কি হয়েছে ঈশা তুমি কাদছো কেন


ঈশাঃ ইশান নাকি আমাকে বিয়ে করবে নাহ😭😭😭


নেশাঃ কে বলেছে করবে নাহ।।আসলে ইশান ভাইয়া কয়েকদিন সময় চেয়েছে।।বলেছে তারপর বিয়ে করবে


ঈশাঃ কিন্তু আমার মামনি,বাবাই তো আমার বিয়ে নাকি এই মাসেই দিয়ে ফেলবে (ডাহা মিথ্যা)


নেশাঃ ওহহ তাহলে এটা ভাইয়া কে জানাও


ঈশাঃ জানিয়েছি।।উনি নাকি এখন বিয়েটিয়ে করতে পারবে নাহ।।বলেছে মামনি,বাবাই যাকে বলে তাকে যেন বিয়ে করে নেই😭😭


নেশাঃ প্লিজ কেঁদো নাহ ঈশা।।তুমি তোমার বাবা মাকে বলো যে তুমি কাউকে পছন্দ করো


ঈশাঃ বলেছি কিন্তু তারা বলছে তাহলে তাদের সাথে এসে দেখা করে বিয়ের কথা বলতে।।কিন্তু ইশান তো বিয়েই করবে নাহ🤕🤕


নেশাঃ তো এখন!!!!


ঈশাঃ আমি ইশানকে ছাড়া মরে যাবো।।প্লিজ তুমি কিছু করো।।যেইভাবেই হোক ইশানকে রাজি করাও।।না হলে আমার সত্যি অন্যকারো সাথে বিয়ে হয়ে যাবে😢😭😭


নেশাঃ আমি!!!!!


ঈশাঃ হ্যা তুমি।।প্লিজ ইশানকে রাজি করাও


নেশাঃ ভাইয়া আমার কথা শুনবে নাহ


ঈশাঃ কেন


নেশাঃ কারন আমি বিয়….বাদ দাও।।আচ্ছা আমি দেখছি কি করা যায়।।তুমি মন খারাপ করো নাহ।।


ঈশাঃ আমি সত্যি ইশানকে ছাড়া মরে যাবো🥺🥺


নেশাঃ এইভাবে বলে নাহ।।আমি বললাম তো আমি দেখছি।।তুমি এইসব নিয়ে ভেবো নাহ


ঈশাঃ আচ্ছা প্লিজ কিছু একটা করো।।😪😪এখন রাখছি ঠিকাছে


নেশাঃ আচ্ছা।



নেশাঃ কি করি এখন একটা কাজ করি নীড়কে ফোন দিয়ে সব জানাই।।ও এখন কিছু একটা করতে পারবে।।


📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞


নীড়ঃ নেশা ফোন দিয়েছে


ইশানঃ ধরো বাট আমি তোমার সাথে বলো নাহ


নীড়ঃ হুম


নীড়ঃ হ্যালো নেশা বলো


নেশাঃ আপনি কোথায় এখন


নীড়ঃ কেন বাড়িতে।।কিছু কি হয়েছে


নেশাঃ হয়েছে তো।।আপনারা বাবা মা নাকি ঈশার বিয়ে ঠিক করছে


নীড়ঃ কে ব…..


ইশান নীড়কে চোখ পাকালো


নীড়ঃ ও হ্যা হ্যা করেছে তো।।কাল পাত্র আসবে দেখা করতে😅😅


নেশাঃ কিসব বলছেন আপনি হ্যা।। আপনি তো জানেন ঈশা ভাইয়া কে ভালোবাসে তবুও আরেকজনের সাথে বিয়ে দিচ্ছেন।।


নীড়ঃ কি করবো বলো বাবা মার কথার উপর কথা বলতে পারি নাহ আমি।।আর ওর ওতো বিয়ের বয়স হয়ে গেছে তাই নাহ (ইশানের দিকে তাকিয়ে)😉👍

ইশানঃ 😅😅


নেশাঃ কিন্তু এটা কি ঠিক হচ্ছে।।


নীড়ঃ কিন্তু এখানে আমি কি করবো বলো।।ঈশাই তো কিছু বলছে নাহ


নেশাঃ কিন্তু ওতো বলেছে যে ইশান ভাইয়া কে ভালোবাসে


নীড়ঃ ওহহ বলেছে।।আমি তো জানতাম নাহ


নেশাঃ মানে


নীড়ঃ নাহ নাহ কিছু নাহ।।মানে জানতাম😑।।আমার সামনেই বলেছিলো


নেশাঃ তো এখন??


নীড়ঃ এখন আর কি ঈশার বিয়ে ঠিক হয়ে যাবে।।আমার বোন টা আর তার ভালোবাসার মানুষটাকে নিজের করে ফেল নাহ😪😪


নেশাঃ ধুর আপনি কিসের ভাই হ্যা।।মা বাবাকে বুঝাতে পারছেন নাহ


নীড়ঃ আমি কি করবো😟


নেশাঃ আমার মাথা।।ধুর আপনার থেকে হেল্প চাওয়া টাই ভুল।।বাই


নীড়ঃ আরে আরে।।যা রেখে দিলো।।


ইশানঃ কাজ হয়ে গেছে😁


নীড়ঃ কিন্তু কি হয়েছে বলবে।।আমার মাথায় তো কিছুই ঢুকলো নাহ।।


ইশান নীড়কে সব ঘটনা বললো।


নীড়ঃ 😂😂


ইশানঃ এইবার দেখি নেশা বিয়ে নাহ করে কোথায় যায়





রাতে-


নেশাঃ ভাইয়া তোমার সাথে কিছু কথা ছিলো


ইশানঃ বল কি বলবি


নেশাঃ ভাইয়া আমি বিয়েতে রাজি


ইশানঃ কিহ সত্য😃😃।।


নেশাঃ হুম😞


ইশানঃ ওকে তাহলে আমিও রাজি।।মামনি কে বলেদিচ্ছি এই বাড়িতে একটা নাহ বরং দুইটা বিয়ে হবে


নেশাঃ কিন্তু ছেলে🙄


ইশানঃ আরে নীড় আর কে😃😀


নেশাঃ কিহহহহহহ😳😳😳😬😬




চলবে

Comments

Popular posts from this blog

ভালোবাসা এমনও হয় পর্ব ( 01)

ভালোবাসা এমনও হয় পর্ব (03)