ভালোবাসা এমনও হয় পর্ব (২৮) ইশানঃ হ্যাঁ কেন তোর কোন আপত্তি আছে? নেশাঃ কিন্তু উনি🤒 ইশানঃ?? নেশাঃ উনি কি আমাকে বিয়ে করতে চাইবে🙄😑 ইশানঃ 😅আমি এতো টাও বোকা নই নেশা।।আমি জানি তোর উনি তোকে পছন্দ করে নেশাঃ কিন্তু ইশানঃ আচ্ছা এক কাজ কর।।আমি বরং নীড়কে বলছি এখানে আসতে ওর বাবা মাকে নিয়ে।।তারপর তুই না হয় নীড়ের সাথে কথা বলে নিস নেশাঃ আচ্ছা😞 বিকালে নীড়ের বাবা মা, নীড় আর ঈশা এলো নেশাকে দেখতে।।নীড়ের বাবা মায়ের নেশাকে পছন্দ হলো।।তারা বিয়ে পাকা করে গেল।।আর ঈশা আর ইশানের বিয়ে তো আগেই ঠিক ছিলো।।বাট নেশা তা জানতো নাহ।। যদিও নেশা আর নীড় একে অন্যকে আগে থেকে চিনে তবুও ওদের আলাদা কথা বলতে দেয়া হলো।। নেশাঃ আমি আপনাকে কিছু বলতে চাই নীড়ঃ বলো নেশাঃ আসলে, আসলে আমি,আসলে,😣 নীড়ঃ ইটস ওকে আমি বুঝতে পারছি।।তুমি চিন্তা করো নাহ।৷ বিয়েটা যাস্ট তুমি ফেমিলির চাপে পরে করছো আমি জানি।।আমার তাতে কোন সমস্যা নেই।।তোমাকে আমি কখনো কিছু নিয়ে জোর করবো নাহ(মুচকি হেসে) নীড়ঃ মনে মনে- তোমাকে নিজের করে পাবো এটাই অনেক😍 নেশাঃ আসলে আমি এটা বলতে চাই নি নীড়ঃ তাহলে!!!! নেশাঃ আপনি জানেন যে আমি ভাইয়া কে পছন্দ করি মানে করতাম।।তো ওকে আদোও ...